যবিপ্রবির পিটিআর বিভাগ কর্তৃক বয়স্কদের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান

আগের সংবাদ

যশোরে বিএনপির নেতা অমিতের বাড়িতে ককটেল হামলা

পরের সংবাদ

নবীগঞ্জে উপজেলা বিএনপি মশাল মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ১২:৩৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ১২:৩৬ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনীর নেতৃত্বে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, নবীগঞ্জ বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনীর নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিলটি জুয়েল ম্যানসন থেকে ডাকবাংলো সড়কে কিছু সময় অবস্থান করে। নেতাকর্মীরা অবরোধের সমর্থনে স্লোগান দেন ও সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতাল ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।

নবীগঞ্জ বিএনপি বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে মিছিলটি করা হয়। কেন্দ্র থেকে যে কর্মসূচি আসুক তা আমরা বাস্তবায়ন করবো।

নভেম্বর ১৯, ২০২৩ at :১২:৩৫(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আহা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়