পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানার ৫ আসামিকে আটক করেছে পুলিশ।ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ গত দুই দিনে (বৃহষ্পতি ও শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটক ব্যক্তিদের শুক্রবার আদালতে পাঠালে তিন জনকে জামিন মঞ্জুর ও অপর দুইজনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পরোয়ানার গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদরের গোপালপুর গ্রামের গোলাম গাজীর ছেলে বাচ্চু গাজী (৪৫), ইমরান আলী গাজীর ছেলে গফ্ফার গাজী, সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা এলাকার নেপাল আরশাদ আলী শিকারীর ছেলে রনি শিকারী ও কপিলমুনি ইউনিয়নের বীরেন্দ্র বৈরাগীর ছেলে দিলীপ বৈরাগী (৫০)। পাইকগাছা সিনিয় জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক ৫ জনের মধ্য হতে বাচ্চু গাজী, গফ্ফার গাজী ও রনি শিকারীকে জামিন মঞ্জুর করে এবং নয়ন বিশ্বাস ও দিলীপ বৈরাগীকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।