শুরু হচ্ছে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

আগের সংবাদ

কালিগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির অত্যাচারে গ্রাহকরা অতিষ্ঠ

পরের সংবাদ

পাইকগাছায় মাদকসহ বিভিন্ন মামলার ৫ জন আটক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৮, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ

পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানার ৫ আসামিকে আটক করেছে পুলিশ।ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ গত দুই দিনে (বৃহষ্পতি ও শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটক ব্যক্তিদের শুক্রবার আদালতে পাঠালে তিন জনকে জামিন মঞ্জুর ও অপর দুইজনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরোয়ানার গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদরের গোপালপুর গ্রামের গোলাম গাজীর ছেলে বাচ্চু গাজী (৪৫), ইমরান আলী গাজীর ছেলে গফ্ফার গাজী, সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা এলাকার নেপাল আরশাদ আলী শিকারীর ছেলে রনি শিকারী ও কপিলমুনি ইউনিয়নের বীরেন্দ্র বৈরাগীর ছেলে দিলীপ বৈরাগী (৫০)। পাইকগাছা সিনিয় জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক ৫ জনের মধ্য হতে বাচ্চু গাজী, গফ্ফার গাজী ও রনি শিকারীকে জামিন মঞ্জুর করে এবং নয়ন বিশ্বাস ও দিলীপ বৈরাগীকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়