Print

Rupantor Protidin

আজ ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা’র তৃতীয় মৃত্যু বার্ষিকী

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২৩ , ১১:১৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়া’র আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী। ১৭ই নভেম্বর ২০২০ সালে তিনি ৮৯ বৎসর বয়সে মৃত্যু বরন করেন। তিনি ঝিনাইদহ জেলার পাইকপাড়া গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহন করেন। জাহিদ ঝিনাইদহের তদাণীন্তন নারিকেলবাড়িয়া এস্টেটের জমিদার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে যশোর এম.এম. কলেজের ছাত্রাবস্থায় ঝিনাইদহের ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি মওলানা ভাসানী’র ঘনিষ্ঠ সহচর ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে ২০০৯ সালে তিনি গড়ে তোলেন জাহেদী ফাউন্ডেশন নামে এক অনন্য মানবিক ও জনকল্যাণ মূলক সংস্থা ।

দেশের দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সুরক্ষা, খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির বিকাশ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে উক্ত ফাউন্ডেশন।