ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়া’র আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী। ১৭ই নভেম্বর ২০২০ সালে তিনি ৮৯ বৎসর বয়সে মৃত্যু বরন করেন। তিনি ঝিনাইদহ জেলার পাইকপাড়া গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহন করেন। জাহিদ ঝিনাইদহের তদাণীন্তন নারিকেলবাড়িয়া এস্টেটের জমিদার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে যশোর এম.এম. কলেজের ছাত্রাবস্থায় ঝিনাইদহের ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি মওলানা ভাসানী’র ঘনিষ্ঠ সহচর ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে ২০০৯ সালে তিনি গড়ে তোলেন জাহেদী ফাউন্ডেশন নামে এক অনন্য মানবিক ও জনকল্যাণ মূলক সংস্থা ।
দেশের দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সুরক্ষা, খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির বিকাশ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে উক্ত ফাউন্ডেশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।