Print

Rupantor Protidin

বেনাপোলে জামাত-বিএনপির ৩১ নেতা কর্মী আটক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামাত বিএনপির ৩১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে সীমান্তে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি-জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।