বাংলাদেশের ওষুধ ১৫৭টি দেশে রপ্তানি হয়

আগের সংবাদ

বিএনপির ডাকা হরতালে শান্তিপূর্ণ শার্শা এলাকা, কঠোর অবস্থানে পুলিশ

পরের সংবাদ

বেনাপোলে জামাত-বিএনপির ৩১ নেতা কর্মী আটক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ৩০, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ

বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামাত বিএনপির ৩১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে সীমান্তে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি-জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়