Print

Rupantor Protidin

যশোরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা হলো, ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন (১৮) ও কালীগঞ্জের মৃত শাহাদাত হোসেনের ছেলে মোশারফ হোসেন (৭০)। এ দিন আরও ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ২৪ অক্টোবর থেকে কালীগঞ্জের মোশারফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ২৭ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে, আল-আমিন জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৮ অক্টোবর সকালে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হলো।