যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা হলো, ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন (১৮) ও কালীগঞ্জের মৃত শাহাদাত হোসেনের ছেলে মোশারফ হোসেন (৭০)। এ দিন আরও ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ২৪ অক্টোবর থেকে কালীগঞ্জের মোশারফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ২৭ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে, আল-আমিন জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৮ অক্টোবর সকালে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।