Print

Rupantor Protidin

কিশোরীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, থানায় মামলা

প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৫, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ১৫ মে উপজেলার সায়েস্তা ইউনিয়নে বান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২৪ মে) সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শোল্লা গ্রামের এক কিশোরী মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে নানি বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা। এর মধ্যে একই গ্রামে মো. সেলিম হোসেন নামের এক যুবক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণে করে। বিষয়টি ভিকটিম তার নানিকে জানায়। পরে কিশোরী অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ওসি জেওএম তৌফিক আজম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেস্টা চলছে।