নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি

আগের সংবাদ

তাজমহলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

পরের সংবাদ

কিশোরীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, থানায় মামলা

প্রকাশিত: মে ২৫, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ১৫ মে উপজেলার সায়েস্তা ইউনিয়নে বান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২৪ মে) সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শোল্লা গ্রামের এক কিশোরী মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে নানি বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা। এর মধ্যে একই গ্রামে মো. সেলিম হোসেন নামের এক যুবক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণে করে। বিষয়টি ভিকটিম তার নানিকে জানায়। পরে কিশোরী অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ওসি জেওএম তৌফিক আজম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেস্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়