Print

Rupantor Protidin

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৫ , ১০:০৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শিবিরকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ২ টার দিকে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি ৫ তারিখের পর থেকে তিনি পলাতক ছিলেন।