যশোরে আ.লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

যশোরের সুলতানপুর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরের সংবাদ

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫ , ১০:০৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ১০, ২০২৫ , ১০:০৯ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শিবিরকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ২ টার দিকে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি ৫ তারিখের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়