Print

Rupantor Protidin

কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৫ , ৯:৫০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ড ও থানাধীন ১১টি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে প্রন্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।

এছাড়া বক্তব্য রাখেন থানা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।