চৌগাছায় উপজেলা বিএনপির জরুরী সভা

আগের সংবাদ

যশোরে ১০০ টাকা ফিতরা নির্ধারণ

পরের সংবাদ

কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫ , ৯:৫০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৬, ২০২৫ , ৯:৫০ অপরাহ্ণ

কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ড ও থানাধীন ১১টি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে প্রন্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।

এছাড়া বক্তব্য রাখেন থানা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়