Print

Rupantor Protidin

যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ৮:০৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) যশোর শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।

যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিতএর আগে, গত ১৭ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মোস্তফা আমীর ফয়সালকে আহ্বায়ক, রাজিদুর রহমান সাগরকে সদস্য সচিব এবং আলী হায়দার রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।