Print

Rupantor Protidin

খাগড়াছড়িতে বাস উল্টে ২০ জন পর্যটক আহত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গোমতী গোল্ডেন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ঢাকা থেকে সাজেকের উদ্দেশে রওয়ানা দেন ৪০ জন পর্যটক।বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, ‘‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-তিনজন ছাড়া কারো আঘাত গুরুতর নয়।’’