১৪ বছর পর এমইউজে খুলনার "নির্বাচন" বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত

আগের সংবাদ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত

পরের সংবাদ

খাগড়াছড়িতে বাস উল্টে ২০ জন পর্যটক আহত

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গোমতী গোল্ডেন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ঢাকা থেকে সাজেকের উদ্দেশে রওয়ানা দেন ৪০ জন পর্যটক।বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, ‘‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-তিনজন ছাড়া কারো আঘাত গুরুতর নয়।’’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়