Print

Rupantor Protidin

উত্তরায় চোরাইকৃত ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ এক নারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

উত্তরা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও ২২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ গৃহকর্মী মনিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান ডিএমপি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ জুলাই উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাসা থেকে গৃহকর্মী বেডরুমের আলমারির তিনটি তালা ভেঙ্গে নগদ টাকা, ডলার ‍ও স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী সালমা খানমের অভিযোগের প্রেক্ষিতে একটি চুরির মামলা রুজু করা হয়। তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল গত ১৯ আগস্ট অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গৃহকর্মী মনিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মনিকে উত্তরা পূর্ব থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।