রবিবার ১১টা রাজধানীর দক্ষিণখান মোল্লাটেক এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিজান নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। সকাল ১১ থেকে শুরু হয়ে বিকাল ৩ টা ৩০ মিনিটে দিকে অভিযান শেষ হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউকের অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ মুচলেকা নেয়া হয়। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়। এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর ভারপ্রাপ্ত অথরাইজড অফিসার শাহরিয়ার সিদ্দিক, সহকারী অথরাইজড অফিসার খাইরুজ্জামান,
প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং আবু হেনা, ইমারত পরিদর্শক রিফাত, আমিন কবির, মাসুদুর রহমান, আবদুল্লাহ আল মামুনসহ রাজউকের অন্য কর্মকর্তারা। অভিজান সম্পর্কে জানতে চাইলে ইমারত পরিদর্শক রিফাত বলেন ভাই এত কষ্টকর বিষয় যে রোজা ভাঙতে বাধ্য হয়েছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।