বিশিষ্ট গীতিকার, কবি, লেখক ও গল্পকার ড. হাফিজ রহমানের তিনটি বই কাব্যগ্রন্থ ‘শতদলে দুই পাতা’, ‘সবুজ পাতায় রক্তের দাগ’ ও উপন্যাস ‘ফেরার সঙ্গী’ আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের মিলনায়তনে গুলশানারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে বিশিষ্ট কবি, সাহিত্যিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক’সহ গুনীজনরা তিনটি বই নিয়ে আলোচনা করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, লেখক ড. হাফিজ রহমান, দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উ-দ্দৌলা, কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, ইবনে সিনা হাসপতালের অর্থপেডিক বিভাহের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-গাদ্দফী রানা, দূদক উপ-পরিচালক মাসুদুর রহমান, রূপালী ব্যাংক যশোর কর্পোরেট শাখার সহকারী জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম, কবি মামুন আজাদ, সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাইয়িদুর রহমান, প্রমুখ।
প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান বলেন, কবি ও কবিতা মানুষের জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। গুণীজনদের কদর না করলে সমাজে গুণীজন জন্মাবেন না। শিল্প-সাহিত্য কদর করতে হবে। মানুষকে সম্মান দিতে হবে।
দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামউদ্দৌলা বলেন, এ জনপদের কবি-সাহিত্যিকদের আমরা কদর করি। কদর না হলে গুণী মানুষ জন্মায় না। কবি ফররুখ আহমেদের ভাগ্নী কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন বলেন, ড. হাফিজ রহমান সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি শিল্প সাহিত্য এবং গানে যে সময় দিচ্ছেন এবং অবদান রাখছেন অনস্বীকার্য।
লেখকের কবিতার বই শতদলে দুই পাতা, সবুজ পাতায় রক্তের দাগ এবং এবং উপন্যাস ফেরার সঙ্গীর মোড়ক উন্মোচন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।