ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

আগের সংবাদ

হিন্দু মুসলিম সকলেই রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবে

পরের সংবাদ

আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আজ শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর উপজেলা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এটি ছিল নিম্ন মাত্রার ভূমিকম্প। রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান নির্ধারণ করা হয়।

চলতি মাসে এটি তৃতীয়বার ভূমিকম্পের ঘটনা। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেটের ছাতক উপজেলা, যার মাত্রা ছিল ৪।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, “আজকের ভূমিকম্প ছিল নিম্ন মাত্রার। উৎপত্তিস্থল ছিল মনিরামপুর।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়