যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে এখন আর টোল দিতে লাইনে দাঁড়াতে হয় না। বিকাশ অ্যাপের মাধ্যমে আরএফআইডি (Radio Frequency Identification) সেবা চালু হওয়ায় বাস, প্রাইভেটকার, ট্রাক কিংবা মোটরসাইকেল—সব যানবাহনই থেমে না গিয়ে মুহূর্তেই টোল প্লাজা পার হতে পারছে।
আগে যেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা, খুচরা টাকা খোঁজা আর হর্নের শব্দ ছিল নিত্যদিনের ঝামেলা, সেখানে এখন ডিজিটাল টোল আদায় যাত্রীদের সময় বাঁচাচ্ছে এবং যাতায়াতকে করছে নির্বিঘ্ন।
বিশেষজ্ঞদের মতে, হাতে টাকা নিয়ে টোল আদায়ের মাধ্যমে ঘণ্টায় ৩০০–৪০০ গাড়ি পারাপার করা সম্ভব। কিন্তু আরএফআইডি প্রযুক্তিতে এর চার গুণ বেশি যান চলাচল করছে। এতে যানজট কমছে, আর সড়কের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে।
ব্যবহারকারীরা জানাচ্ছেন, বিকাশের এই ডিজিটাল টোল সেবা তাদের প্রতিদিনের ভ্রমণ সহজ করেছে। গণপরিবহনের চালক নিয়ামত আলী বলেন, “আগে টোল দিতে ক্যাশ নিয়ে দাঁড়াতে হতো, এখন সরাসরি বিকাশ থেকে কেটে নেয়। থামতে হয় না, ভিআইপি সেবা মনে হয়।”
একই অভিজ্ঞতা শেয়ার করেন প্রাইভেটকার চালক কবির আহমেদ। তার মতে, শুধু সময়ই নয়, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্যও এ সিস্টেম কার্যকর। “আমার বাসা নারায়ণগঞ্জ, প্রতিদিন আসা-যাওয়া করতে খুচরা টাকার ঝামেলা নেই। বিকাশ থেকেই সহজে সব হয়ে যায়।”
ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের হেড অব অপারেশন মো. নাইফ উদ্দিন খান বলেন, “আরএফআইডি ব্যবহারে লাইন কমছে, গতি বাড়ছে। এতে টোল ব্যবস্থাপনাও সহজ হয়েছে।”
মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিশেষ স্ক্যান স্টিকার সুবিধা। বিকাশ অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করলেই বাইকের জন্য আরএফআইডি স্টিকার পাওয়া যায়, যা দিয়ে সরাসরি টোল স্ক্যান করে যাতায়াত সম্ভব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।