বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র অডিশন আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ১৯টি আঞ্চলিক পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হবে। এসব থেকে নির্বাচিত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশ নেবেন, যা চলবে ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অডিশন চলবে।
এবারের প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা বা কৌতুক, নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাতসহ ৯টি বিষয়ে প্রতিযোগিতা হবে। অংশগ্রহণকারীদের বয়স অনুযায়ী দুটি শাখা রাখা হয়েছে— ‘ক’ (৬-১১ বছর) এবং ‘খ’ (১১-১৫ বছর)।
৬৪ জেলার শিশু-কিশোরদের নিয়ে ১৯টি অঞ্চলে আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রতিটি অঞ্চলে নির্ধারিত শিল্পকলা একাডেমি বা কেন্দ্রীয় ভেন্যুতে এই বাছাই অনুষ্ঠিত হবে। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় উত্তীর্ণরা পরে বিটিভি ঢাকা কেন্দ্রে বিভিন্ন ধাপে প্রতিযোগিতা করবে।
বিটিভির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অডিশনের তারিখ ও ভেন্যু আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া বিটিভির ওয়েবসাইট ও টিভি স্ক্রলে সংশ্লিষ্ট তথ্য প্রচার করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।