বসুন্ধরা আবাসিক এলাকা: ঢাকার নতুন “সেন্টার অব কানেক্টিভিটি”

আগের সংবাদ

টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ফায়ার সার্ভিসের ৫ সদস্য

পরের সংবাদ

প্রধান উপদেষ্টার আশ্বাস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ নির্বাচন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ১১:২১ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ১১:২১ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ভাষ্য অনুযায়ী, অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সার্জিও গোর বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত।

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্যপ্রবাহ নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস জানান, কক্সবাজারের শরণার্থী শিবিরে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে, এবং এ সংকটে আন্তর্জাতিক সহায়তা আরও জরুরি। এ সময় মার্কিন দূত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান উপদেষ্টা গুরুত্বারোপ করেন। তার মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা গেলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত হবে। তিনি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়