আগামী নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, দুই শতাধিককে সবুজ সংকেত

আগের সংবাদ

দেবহাটায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে নওয়াপাড়া ইউনিয়ান পরিষদে প্রস্তুতি সভা

পরের সংবাদ

কুয়ালালামপুরে আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে সেনাপ্রধানের মালয়েশিয়া গমন

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৫:২৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৫:২৫ অপরাহ্ণ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশগ্রহণের জন্য আজ (সোমবার) মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা উপস্থিত থাকবেন। তারা পারস্পরিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে যৌথ পদক্ষেপ গ্রহণ বিষয়ে মতবিনিময় করবেন।

আইএসপিআর জানায়, এ সফর বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়