মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স' ১১০ টাকার আল্ট্রা ডাঃ সাইফুদ্দিন নেন ২২০ টাকা!

আগের সংবাদ

সব ব্যর্থতার দায় এনসিপির ঘাড়ে: কাকরাইল সংলাপে হাসনাত আব্দুল্লাহ

পরের সংবাদ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমানের আহ্বান

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৯:৩০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৯:৩০ অপরাহ্ণ

“দল ঐক্যবদ্ধ রাখতে হবে, বিএনপির নাম ব্যবহার করে যেন কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার পালিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এখন আমাদের দুটি শপথ নিতে হবে—দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে।”

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার ৯৫ ভাগই আগেই বিএনপি দিয়েছে। মানুষের রাজনৈতিক অধিকার, ভোটাধিকার, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি। আসন্ন নির্বাচনে ৩১ দফার পক্ষে রায় আনতে হলে জনগণের কাছে যেতে হবে বলেও জানান তারেক রহমান।

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য, নারীর অধিকার ও কর্মসংস্থানের জন্য যা করা প্রয়োজন, তা করা হবে। শ্রমিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে।”

দীর্ঘ নয় বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে। সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তাতেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দুই কক্ষবিশিষ্ট সংসদ, এবং একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাব আছে। বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে এই দফাগুলো পৌঁছে দিতে হবে।”

এ সময় তিনি আরও স্পষ্ট করে বলেন, “দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে।”

সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলন উপলক্ষে শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, বিশাল মঞ্চ, প্যান্ডেল ও তোরণ নির্মাণ করা হয়। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে মিছিল যোগ দেয়। সম্মেলন চলাকালে কয়েক দফা বৃষ্টিতেও উচ্ছ্বাসে ভাটা পড়েনি।

সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলনে নতুন কমিটি গঠনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফুল আলম ও রুহুল হোসাইন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী হচ্ছেন মাজহারুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, এএম সাজ্জাদুল হক ও শফিকুল আলম রাজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়