সাতক্ষীরায় বনবিভাগের জব্দকৃত মাছ মাগুরা এতিমখানায় বিতরণ

আগের সংবাদ

একনেকে ৮৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

পরের সংবাদ

মোল্লাহাটে ইনসিডিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫ , ৫:১৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫ , ৫:১৪ অপরাহ্ণ

“শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “প্রতিটি জিনিসের ভালো-মন্দ দিক থাকে। আমাদের ভালো দিক গ্রহণ করতে হবে, খারাপ দিক বর্জন করতে হবে। মোবাইল-ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। অভিভাবকদেরও সন্তানের মোবাইল ব্যবহারে খেয়াল রাখতে হবে। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।”

তরুণ প্রতিনিধি সমাপ্তি বিশ্বাস ও তানভির জেদ বলেন, “ইন্টারনেট ব্যবহারে নিয়ম-কানুন জানতে হবে, সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমেই নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অন্য বক্তারা বলেন, মোবাইল আসক্তি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহায়তা, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

সভায় বক্তব্য রাখেন মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক, জেলা সমাজসেবা উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া উপ-পরিচালক মো. আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, মোল্লাহাট কেআর কলেজের অধ্যক্ষ এল. জাকির হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, তরুণ নেতৃত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়