মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

আগের সংবাদ

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

পরের সংবাদ

রাজধানীতে আ. লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ২:৫০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ২:৫০ অপরাহ্ণ

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭), মুন্সিগঞ্জের শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. এনামুল হুদা লালু (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মো. আব্দুল গাফফার (৫৬), লালবাগ থানার ২৪নং ওয়ার্ডের ৫নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬), মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সাইফুল ইসলাম লিয়ন (২৪), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান (৬০), ডেমরা থানার ৬৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির রাজন (৪২), ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতব্বর (৪৩) ও ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।

ডিবি সূত্র জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোরকে গ্রেফতার করে। একই দিন রাতে কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এনামুল হুদা লালুকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। মো. আব্দুল গাফফারকে ডিবির একটি টিম পৃথক অভিযানে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানায়, শনিবার লালবাগ এলাকায় অভিযান চালিয়ে বাহারুল ইসলাম টিটুকে ও রাত ১২টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম লিয়নকে গ্রেফতার করে। একই রাতে পল্লবী মডেল থানা এলাকা থেকে নাঈম নোমানকে গ্রেফতার করে ডিবি- মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অন্যদিকে শনিবার রাতে ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযানে হুমায়ুনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। একই রাতে ডিবি- গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ধানমন্ডি থানা এলাকা থেকে মো. মহিউদ্দিন মাতব্বরকে গ্রেফতার করে। শিকদার সোহেল হাজারীকে ভোরে কাফরুল থানাধীন সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়