কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উখিয়া থানার একটি অভিযানিক দল কুতুপালং বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
আটক যুবক ক্যাম্প-১ ইস্ট সি-১৪ ব্লকের বাসিন্দা ঈমাম শরীফের ছেলে ইউসুফ আলী (২৬)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। ইয়াবা কারবারিরা সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে।
তিনি আরও বলেন, আটক ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।