পাইকগাছায় বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আগের সংবাদ

বেনাপোলে যশোর জেলা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

পরের সংবাদ

ভারতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল পাকিস্তান

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ৭:০৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫ , ৭:০৫ অপরাহ্ণ

ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটাররা অংশ না নেওয়ার পর এবার পাকিস্তানও একই ধারা বজায় রাখল। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের গুয়াহাটিতে যেতে অস্বীকার করেছে পাকিস্তানের নারী ক্রিকেট দল।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। তবে পাকিস্তানি দল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না; ফাতিমা সানার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলবে।

পাকিস্তানী সংবাদমাধ্যম জিও সুপার এবং জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান ও ভারত একে অপরের দেশে আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার চুক্তি করেছে। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উত্তেজনা রয়েছে, যা দুই দেশের ক্রীড়া সম্পর্ককে প্রভাবিত করেছে।

পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে। সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রথম ম্যাচ ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে এবং ৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়