বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

আগের সংবাদ

মণিরামপুর বাজারের প্রাণকেন্দ্রে জনদূর্ভোগ- যানযট, ঘটতে পারে দূর্ঘটনা!

পরের সংবাদ

তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা

লোহাগড়া পৌরসভার সচিবের বিরুদ্বে বিভাগীয় কমিশনারের নিকট অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ , ৭:০৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৮, ২০২৫ , ৭:০৩ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়া পৌরসভায় মাষ্টার রুলে চাকুরীরত সিকদার ওসমান গনি লোহাগড়া পৌরসভার সচিব মোঃ তৌফিকুল আলমের বিরুদ্ধে নানা অভিযোগ করে খুলনা বিভাগীয় কমিশনারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ পত্রে লোহাগড়া পৌরসভার সচিব মোঃ তৌফিকুল আলমের নামে অভিযোগ পত্র আমলে নিয়ে খুলনা বিভাগীয় কমিশনার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বুধবার (২৭আগষ্ট) তার বিরুদ্বে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগকারী ওসমান যে নারীকে নিয়ে অভিযোগ করে ছিল সেই নারী কে সামনে এনে জিজ্ঞেসাবাদের জন্য ডাকা হলে সে নারী হাজির হননি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বলেন তদন্ত চলমান। তদন্ত শেষে প্রতিবেদন বিভাগীয় কমিশনারের নিকট প্রেরন করা হবে। তিনি প্রতিবেদন প্রাপ্তির পর ব্যবস্থা নিবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়