হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে আওয়ামীলীগ নেতার সন্ত্রাসী হামলায় আহত- ৬

আগের সংবাদ

পাইকগাছায় ব্রীজের টোল অবমুক্ত প্রসঙ্গে সড়ক বিভাগের মতবিনিময় সভা

পরের সংবাদ

যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মচারী গাঁজাসহ আটক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫ , ৯:১২ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৫, ২০২৫ , ৯:১২ অপরাহ্ণ
যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত এক সিভিল স্টাফকে গাঁজাসহ আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি হলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাকস্মিথ) মোঃ আব্দুস শুকুর (৩৬)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার খুনিরটক গ্রামের মোঃ সহিমুদ্দিন ও আনোয়ার বেগমের পুত্র।
জানা গেছে, ওই সময় তিনি কারাভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে প্রধান ফটকে আসেন। তল্লাশির দায়িত্বে থাকা সহকারী প্রধান কারারক্ষী (নং-৪১৭২০) মোঃ আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এ সময় শুকুরের ডান বগল থেকে ১২০ গ্রাম গাঁজা সদৃশ মাদক উদ্ধার করা হয়।
পরে কারাকর্তৃপক্ষ আটককৃতকে মাদকসহ কোতয়ালি থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়