অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তাৎক্ষণিক জরিমানা আদায়

আগের সংবাদ

যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মচারী গাঁজাসহ আটক

পরের সংবাদ

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে আওয়ামীলীগ নেতার সন্ত্রাসী হামলায় আহত- ৬

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫ , ৮:১১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৫, ২০২৫ , ৮:১১ অপরাহ্ণ
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্তৃক দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
রবিবার ২৪ আগস্ট ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।
অভিযোগ রয়েছে, উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আবেদ খান, ওসমান খান, আব্বাস খান, আব্দুল ওয়াছেদ খান ও আব্দুর রহমান খান গং এর নিজ নামীয় পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খান। জমি উদ্ধারের উদ্দেশ্যে রোববার সকালে আবেদ খান পরিবারের সদস্যরা সেখানে গেলে মোশারফ খানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে প্রথম দফায় নারী-পুরুষসহ অন্তত তিনজন আহত হন।
উক্ত সংঘর্ষের ঘটনায় আহতরা চিকিৎসার জন্য হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ফের হামলার শিকার হন। অভিযোগ রয়েছে মোশারফ খানের ছেলে মাহাফুজের রহমান খান বিপ্লব, তার ভাই মিল্লাত হোসেন বাবু, মুতারজিমুল খান মুন, মশিউর রহমান খান তুফান, আরিফুর রহমান খান আরিফসহ বেশ কয়েকজন এ হামলায় অংশ নেয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এমন হামলা ভবিষ্যতে বড় কোনো অঘটনের কারণ হতে পারে।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহমান খান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। অপরাধ যে করুক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়