ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এ শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এ সময়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
ইসি’র জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে জানান, আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সব দাবি-আপত্তি পর্যালোচনা করে শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তপশিল অনুযায়ী শুনানির সময়সূচি:
রবিবার: কুমিল্লা অঞ্চলের ১৮ আসন, দাবি-আপত্তি ৬৮৩টি
সোমবার: খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি
মঙ্গলবার: ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তি
বুধবার: রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি ও সিলেট অঞ্চলের ২টি শুনানি
সর্বাধিক আবেদন জমা পড়েছে কুমিল্লা-১ আসন থেকে (৩৬২টি) এবং সর্বনিম্ন আবেদন পড়েছে রংপুর অঞ্চলে (৭টি)। ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে ঢাকা-১ আসনে (৭৯টি)।
এর আগে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে। সেখানে ভোটার সমতা আনার লক্ষ্যে গাজীপুরে ১টি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটে ৪ আসন থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় আরও ৩৯টি আসনে।
চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশের পরই নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।