রাজধানীর লালবাগে পানিভর্তি বালতিতে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আয়মন।
শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে চান্দিঘাট মাজেদা গার্ডেনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়মনের বাবা স্বপন মিয়া জানান, সেদিন রাতে আয়মনের মা রান্নাঘরে চা তৈরি করছিলেন আর তিনি নিজে ঘরে বসে ছিলেন। এসময় খেলতে খেলতে শিশু আয়মন ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর খুঁজতে গিয়ে তারা দেখেন, পানিভর্তি একটি বালতির ভেতরে মুখ নিচু করে পড়ে আছে আয়মন।
পরে দ্রুত উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আয়মনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামে। তিনি তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। স্বপন মিয়া স্থানীয়ভাবে স্টেশনারি ও বেসলেট ব্যবসার সঙ্গে যুক্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।