বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ জানিয়েছেন, ব্রাজিলের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করতে চায়। তিনি বলেন, ব্রাজিল গরুর মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা বাংলাদেশে স্থাপন করতে ইচ্ছুক এবং স্বল্পমূল্যে বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রদূত ফার্নান্দো বলেন, বাংলাদেশের সরকার যদি দ্রুত হালাল সার্টিফিকেট প্রদান করে, তাহলে মাংস আমদানির প্রক্রিয়া এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ব্রাজিল থেকে মাংস আমদানি করা গেলে বাংলাদেশে কেজিপ্রতি দাম প্রায় এক ডলার বা ১২০ থেকে ১২৫ টাকায় পাওয়া যাবে।
তিনি আরও জানান, বাংলাদেশের গরু ও দুধ উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ব্রাজিল পার্টনার হতে চায়। এছাড়া কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তা, চামড়া ও জুতা আমদানি বৃদ্ধি, এমনকি ফুটবলসহ খেলাধুলায়ও বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ব্রাজিল।
আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ব্রাজিল তৃতীয় ফরেন অফিস কনসালটেশনে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বিশ্ব জলবায়ু ইস্যু নিয়েও তিনি মন্তব্য করেন। ফার্নান্দো বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য মূলত উন্নত দেশগুলো দায়ী হলেও তারা প্রতিশ্রুত অর্থ সহায়তা দিতে অনীহা প্রকাশ করছে। তবে জলবায়ু সংকট মোকাবেলায় সবাইকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন ইলিয়াসসহ অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।