পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আগের সংবাদ

পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের প্রথম বর্ষপূর্তি উদযাপন

পরের সংবাদ

কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫ , ৮:২৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৮, ২০২৫ , ৮:২৯ অপরাহ্ণ
“অভায়াশ্রয় গড়ে  তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল  বুধবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করাসহ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য সড়ক র‍্যালির আয়োজন করা হয়। এ সময় মৎস চাষে বিশেষ অবদান রাখায় ইসরাফিল হোসেন( পাবদা) আব্দুল সবুর মোল্ল্যা ( চিংড়ি) ,মজিবর রহমান বিশ্বাস,  ইয়াসিন আরাফাত (কার্প জাতীয় মাছ) সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।
 উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, বিএনপি নেতা মৎস্যচাষী কামরুজ্জামান লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, মৎস্য চাষী ইস্রাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।  এরপর এ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়