ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় আলোচিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উঠে এসেছে। বুধবার (১৩ আগস্ট) রাতে তার দেওয়া ওই ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ঘটনাটি তদন্তাধীন থাকায় এখনই বিস্তারিত বলা ঠিক হবে না। তবে আমার নাম আসায় আমি অবাক হয়েছি। জানে আলম অপুকে চিনি, যখন আমি ২০২২ সালে ছাত্র অধিকার পরিষদে সক্রিয় ছিলাম। তখন সে-ও ওই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে আর দেখা হয়নি।”
তিনি আরও জানান, অভিযোগ ওঠার পর খবর পেয়েছেন যে, অপু নামে এক ব্যক্তি ‘স্ত্রী পরিচয়ে’ করা এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তাকে গুম করে জোরপূর্বক বক্তব্য নিতে বাধ্য করা হয়েছে। আসিফের ভাষায়, “আগে ঢাবির গেস্টরুমে এই ধরনের ঘটনা ঘটত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এসব বন্ধ হয়ে যায়। এখন আবার কি সেই পরিস্থিতি ফিরে আসছে, সেটা নিয়ে শঙ্কা আছে।”
ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ জানান, ভোরে খাবারের জন্য তিনি মাঝে মাঝে ৩০০ ফিট এলাকার নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে, কখনও গুলশানের হোটেল ওয়েস্টিনেও যান। তবে অপুর বক্তব্যে উল্লিখিত দিনে তিনি সেখানে গিয়েছিলেন কি না, তা মনে নেই বলে জানান।
সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে হেলমেট পরা একজনকে দেখানো প্রসঙ্গে তিনি বলেন, “হেলমেট পরা কাউকে আমাকে বলা কতটা বিশ্বাসযোগ্য? এ নিয়ে আমি আর কিছু বলব না।”
উপদেষ্টা দাবি করেন, চাঁদাবাজি ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই এবং যাদের বক্তব্য নেওয়া হয়েছে, তা নাকি জোরপূর্বক করানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।