কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ জেলেকে আটক করে নিয়ে গেছে। এই ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি তদন্ত ও উদ্ধার কার্যক্রমে নেমেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদীর মোহনাস্থল, টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকায় এসব জেলেকে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে নাফ নদীর এই এলাকায় গিয়েছিল। আটক হওয়া জেলেদের মধ্যে রয়েছে মো. আলী আহমদ (৪১), তার ছেলে আক্কল আলী (২০), মো. নুর হোসেন (১৮), সাবের হোসেন (২২) ও মো. সাইফুল ইসলাম (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাটি অন্য জেলেরা প্রত্যক্ষ করেছে এবং ফিরে এসে পরিবারের সদস্যদের এই খবর জানিয়েছে। জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি জানান, জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কে জানিয়েছে। এছাড়া, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বিষয়টি শুনেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।