যশোরের অভয়নগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস’২৫ পালিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর অভয়নগরের আয়োজনে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ” প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
সকাল ১০ টায় অনুষ্ঠিত যুব র্যালিটি উপজেলা প্রদিক্ষণ করে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন পাঠ করেন মোঃ আব্দুর রহমান, গীতা পাঠ করেন যুব উন্নয়নের ক্যাশিয়ার অনুপম কুন্ডু। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা জৈষ্ঠ্য মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক, আত্মকর্মী উপজেলার পায়রা গ্রামের মুক্তা চাষী মোঃ রবিউল ইসলাম, ছাত্র প্রতিনিধি সিয়াম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা -কর্মচারীগণ, জীবনস্রোত পত্রিকার সম্পাদক ও অভয়নগর রিপোর্টাস ক্লাবের সভাপতি ডাঃ বদরুজ্জামান, বিভিন্ন ক্লাবের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তব্য শেষে ১৮ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।