বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট, ২০২৫) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার পারদানা পুত্র কমপ্লেক্স চত্বরে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়।
এরপর ড. মুহাম্মদ ইউনূস দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এবং আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ এবং শ্রমিকদের জন্য ‘কলিং ভিসা’ ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। বিশেষ করে, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়া বা অন্যান্য দাবিগুলো নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য বৈঠকের পরেই জানানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।