নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটুর অনিয়মের বিরুদ্ধে দলের অভ্যন্তরে ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি বাউবি’র এইচএসসি পরীক্ষায় তার পরিবর্তে অন্যজন অংশ নেওয়ায় তিনি বহিষ্কৃত হন। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে রোববার (৩আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান লিখিত বক্তব্যে বলেন, “আমরা বিএনপির দুঃসময়ে হামলা-মামলার শিকার হয়েও দলীয় চেতনায় রাজপথে রয়েছি। কিন্তু সভাপতি আহাদুজ্জামান বাটু যে অনৈতিকভাবে পরীক্ষা দিতে গিয়ে বহিষ্কৃত হয়েছেন, তার দায় দল কখনো নিতে পারে না।”
তিনি আরও বলেন,“সংবাদ প্রকাশের পর আহাদুজ্জামান বাটু দলীয় প্যাড ব্যবহার করে একপক্ষীয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। আমরা তার ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি করছি।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.সাচ্চু মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শাহীন বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ জামশেদ, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির আহমেদ, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ মোল্যা, বিএনপি নেতা মো. কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।