ঢাকার শাহবাগ ও আশপাশের এলাকায় আগামীকাল রোববার (৩ আগস্ট) অনুষ্ঠিতব্য বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ট্রাফিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে। এজন্য ঢাকাবাসীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় শাহবাগ মোড়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে। এই অবস্থায় শহরের নির্দিষ্ট কিছু রাস্তায় ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে।
বিকল্প রুটের বিবরণ:
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে আসা যানবাহনকে শাহবাগের দিকে না গিয়ে বামে ঘুরে হেয়ার রোড অথবা মিন্টু রোড হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে সাইন্সল্যাব হয়ে আসা যানবাহনকে কাটাবন থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে নীলক্ষেত বা পলাশীর দিকে অথবা বামে সোনারগাঁও (হাতিরপুল) হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট বা কদম ফোয়ারা হয়ে আসা যানবাহন মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (মগবাজার রোড) হয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে, কাকরাইল মসজিদ হয়ে আসা যানবাহনকে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
টিএসসি বা রাজু ভাস্কর্য মোড়: নীলক্ষেত বা দোয়েল চত্বরে যাত্রাকারীদের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে না গিয়ে নিজ নিজ আগমনের দিকেই ফিরে যেতে বলা হয়েছে।
সকলকে যানজট এড়াতে এবং গন্তব্যে যথাসময়ে পৌঁছাতে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।