লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি: বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল

আগের সংবাদ

একই দিনে রাজধানীতে ৩ টি সমাবেশ

পরের সংবাদ

জুলাই গণআন্দোলনের মামলায় আজ শেখ হাসিনাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অধিবেশনে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল। অপর দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামিদের মধ্যে অন্যতম চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন করেছিলেন, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে। আজ তাকে প্রথমবারের মতো রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয়। তবে তার হাতে কোনো হাতকড়া বা মাথায় হেলমেট ছিল না। সকালেই তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

সতর্কতা হিসেবে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাইব্যুনালের ফেসবুক পেজের মাধ্যমে আজকের সাক্ষ্যগ্রহণ ও কার্যক্রম সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা ও অপর দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেয়। আসামিদের দায় থেকে অব্যাহতির আবেদনও ওইদিন খারিজ করে দেন আদালত।

এই প্রথমবারের মতো জুলাই আন্দোলনের কোনো মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং পূর্ণাঙ্গ সাক্ষ্যগ্রহণের মাধ্যমে শুরু হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়