বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা ৩ আসনের সীমানা পূর্ণ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আগের সংবাদ

জুলাই আন্দোলনের সাহসী সৈনিক: অন্যায়ের বিরুদ্ধে কওমি ছাত্র মাকছুদের বিদ্রোহী গল্প

পরের সংবাদ

নির্বাচনী আসনে রামপাল-মোংলাকে পৃথকের সিদ্ধান্তে ক্ষুব্ধ জনতা

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫ , ১০:২৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১, ২০২৫ , ১০:২৪ অপরাহ্ণ

বাগেরহাট জেলাকে নির্বাচনী আসন হিসাবে চারটি ভাগে বিভক্ত ছিলো, কিন্ত নির্বাচন কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে বাগেরহাটের পূর্বের ৪ টি থেকে একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে বাগেরহাট ৪ বিলুপ্তি হয়ে , রামপাল মোংলাকে পৃথক করে নতুন বিন্যাস প্রকাশ করা হয়েছে

ভৌগলিক, যাতাযাত, সেবা সুবিধার্থে বাগেরহাট ৩ , আসনে রামপাল – মোংলা পাশাপাশি দুটি উপজেলা নিয়ে গঠিত হয় যা এতদিন ভালোই চলে আসছে এবং উন্নয়নের দিক থেকে দুটি উপজেলার মানুষ এবং এখানকার স্থানীয় সরকার দুইটি উপজেলা ও জনগণকে নিয়ে কাজ করে যাচ্ছে দুটি উপজেলার জনগন যেন একই বন্ধনে আবদ্ধ ।

দীর্ঘ দিনের এই পথ চলা থামাতে হবে এই খবরে ক্ষোভে ফেটে পড়েছে বাগেরহাট সহ রামপাল – মোংলার জনগন, নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী সুশিল সমাজ সহ সকলের একনাগাড়ে প্রতিবাদ জানিয়ে চলেছে । উন্নয়নের দিক থেকে মাত্র মোংলা উপজেলা ঘুরে দাঁড়িয়েছে কিন্তু রামপাল রয়েছে বেশখানি পিছিয়ে ।

প্রতিবেশি মোংলার আলোয় কিছু টা আলোকিত হতে শুরু করেছে রামপাল । তাই ভৌগলিক অবস্থান এবং উন্নয়নের দিক বিবেচনা করলে দেখা যায় রামপাল মোংলাকে পৃথক করাটা একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে এখানকার জনগণের প্রতি।

তাছাড়া নতুন প্রস্তাবিত খসড়ায় উল্লেখিত রামপাল , বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট ২ যা রামপালকে আরো পিছিয়ে দিবে এবং ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা রামপালবাসীর

মোংলা একটি পৌরসভা সহ ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩৫২০০ জন  এবং রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন সহ মোট ভোটার ১১১০২৮ জন ভোটার সংখ্যার দিক থেকে কোনভাবেই এটা কম নয়।

অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে রয়েছে এখানকার বিশেষ অবদান। মোংলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর , পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন , ইউ পি জেড ও রামপালে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র সব মিলিয়ে শ্রমিক, পর্যটন, অর্থনীতি সব দিক থেকে এ দুটি উপজেলা একটা আসন হিসাবে চলার মতো সক্ষমতা রয়েছে।

কিন্তু নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাগেরহাটের জনগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়