জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে মূল সড়কটি খালি হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। রাত পেরিয়ে শুক্রবার সকালেও তারা সড়কের মাঝে ত্রিপল বিছিয়ে অবস্থান করছিলেন এবং অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়।
শুক্রবার বিকেলে আন্দোলনকারীদের দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। একপক্ষের অভিযোগ ছিল, আন্দোলনের মধ্যে সুবিধাভোগী ও ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়েছে। অন্যপক্ষের দাবি, আওয়ামী ঘরানার লোকজন হামলা চালিয়ে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগের মূল সড়ক থেকে সরে গেলে যান চলাচল আবার শুরু হয়।
রমনা জোনের ডিসি বলেন, “দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ লাঠিচার্জ করেছে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।