শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন থেকে বন্দুক ও কার্তুজ জব্দ

আগের সংবাদ

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

পরের সংবাদ

তারেক রহমানকে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েও সাড়া মেলেনি: নাহিদ ইসলাম

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫ , ৬:০৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩১, ২০২৫ , ৬:০৬ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও তিনি সেটিতে সম্মতি দেননি।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপিকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের একটি খসড়া উপস্থাপন করা হয়েছিল, কিন্তু তারেক রহমান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দেন।

নাহিদ বলেন, “৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কথা বলি। তার কিছুক্ষণ পরেই বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়। সেখানে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরি।”

তিনি আরও উল্লেখ করেন, এই মিটিংয়ের পর উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছিল এবং ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ভাবা হয়েছিল।

এছাড়া একটি টকশোতে শিবির নেতা সাদিক কায়েমের দাবিকে মিথ্যাচার বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবিরের কোনো ভূমিকা ছিল না। কখনো যোগাযোগ থাকলেও তা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নয়।”

ফেসবুক পোস্টে সেনাবাহিনী নিয়ে কিছু বিতর্কিত মন্তব্যও করেন তিনি। বলেন, “আমরা বরাবরই বলেছি ক্ষমতা সেনাবাহিনীর হাতে গেলে দেশে আবারও এক-এগারোর পুনরাবৃত্তি ঘটবে। তাই রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণেই পরিবর্তন আনতে হবে।”

সবশেষে, বর্তমান পরিস্থিতিকে ‘পাল্টা নেতৃত্ব দাঁড় করানোর অপচেষ্টা’ বলে মন্তব্য করে তিনি বলেন, “প্রোপাগান্ডা, সার্ভেইলেন্স, অপপ্রচার দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। ইতিহাস সেটাই বলে।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়