গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ১৮৬

আগের সংবাদ

বাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট হাবিব কায়সার বিন সাঈদ

পরের সংবাদ

যশোর যুবদল নেতা রানার বোনের মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের শোক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫ , ৬:২৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩০, ২০২৫ , ৬:২৫ অপরাহ্ণ

যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানার সেজো বোন ইয়াসমিন আক্তার (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুমা ইয়াসমিন আক্তার ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন নান্নুর স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকালে তার মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুরের টেকেরহাটে নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আনসারুল হক রানা সকলের কাছে মরহুমার জন্য দোয়া কামনা করেছেন।

ইয়াসমিন আক্তারের মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়