প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন

আগের সংবাদ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন আপিল বিভাগে খালাস

পরের সংবাদ

বেনাপোলে চাঁদাবাজি: ৪০ আনসার একযোগে বদলি!

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫ , ১০:৫১ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ৩০, ২০২৫ , ১০:৫১ পূর্বাহ্ণ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই বদলি কার্যকর করা হয়।

বেনাপোল বন্দরের দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার জানান, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং আনসারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই অভিযুক্তদের বদলি করা হয়েছে।

জানা যায়, গত ২৮ জুলাই একটি জাতীয় টেলিভিশনে (যমুনা টিভি) প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, বেনাপোল বন্দরের বিভিন্ন গেট দিয়ে প্রবেশকারী ট্রাক চালকদের কাছ থেকে বখশিশের নামে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি তদন্ত করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়, যার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বর্তমানে বন্দরে ১৬৩ জন আনসার সদস্য ও ১২৯ জন বেসরকারি নিরাপত্তাকর্মী (পিমা সিকিউরিটি) নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফায় ৪০ জনকে বদলি করা হলেও ধাপে ধাপে আরও বদলি হতে পারে।

এই ঘটনায় বন্দরের সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, পাশাপাশি প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়